কালিয়াচকের একটি বেসরকারি স্কুল মুন লাইট একাডেমী। ওই স্কুলের এক ছাত্রকে টাকা চুরির জন্য দ্বায়ী করাই ও মারধর করার অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। জানা যায়, ওই স্কুলের দশম শ্রেণীর ছাত্র অবাইদুল সেখের ব্যাগ থেকে টাকা চুরি হয়। সেই ঘটনায় ওই স্কুলেরই আরেক ছাত্র আনসারিকে সেই টাকা চুরির জন্য দ্বায়ী করে ওই স্কুলের প্রধান শিক্ষক উমর ফারুক। অভিযোগ স্কুলের প্রধান শিক্ষক উমর ফারুক বলেন আনসারি অবাইদুল সেখের টাকা চুরি করেছে। এরপর আনসারিকে স্কুলে ডাকা হয় এবং মারধর করে তাকে অপমান করা হয় বলে অভিযোগ। আনসারি স্কুল থেকে বেরিয়ে আবাসনে তার রুমে ঢুকে আত্মহত্যা করার চেষ্টা করে। স্কুলের অন্য শিক্ষক ও ছাত্রদের নজরে বিষয়টি আসলে তারা আনসারির প্রাণ রখা করে। এরপর আনসারির পরিবার পুরো বিষয়টি জানতে পেরে স্কুলের প্রধান শিক্ষক উমর ফারুকের নামে থানায় লিখিত অভিযোগ দায়ার করে। ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে এদিন মালদা জেলা আদালতে পেশ করা হয়।
মালদা